আজকাল ওয়েবডেস্ক : প্রতিটি ভারতীয়র কাছে রয়েছে প্যান কার্ড। এটি শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজেই নয়, আয়কর থেকে শুরু করে আরও অনেক কাজে এটিকে ব্যবহার করতে পারেন। তবে কিছুদিন আগেই বাজারে এসেছে প্যান ২.০। অনেকেই একবার জানতে চান পুরনো প্যান কার্ড কী বাতিল হয়ে যাবে। নাকি নতুন প্যান কার্ড করতে হবে।
পরে এটা সকলেই জানতে পেরেছেন পুরনো প্যান কার্ড বৈধ থাকবে। তবে যদি কেউ চান তাহলে তিনি নতুন প্যান কার্ড নিতে পারেন। নতুন প্যান কার্ডে বেশ কয়েকটি নতুন ফিচার রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল কিউ আর কোড। এটি থাকার মানে হল আপনার প্যান কার্ড থেকে অন্য কেউ জালিয়াতি করতে পারবে না। নিরাপত্তার দিক থেকে এটি একটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তারা সেটিকে এতদিন যেমনভাবে ব্যবহার করেছেন তেমনভাবেই করবেন। যদি তারা চান তাহলে নতুন প্যান কার্ড নিতে পারেন। তবে যারা নতুন প্যান কার্ড তৈরি করছেন তারা নতুন প্যান ২.০ হাতে পাবেন। প্যান ২.০ করতে কোনও খরচ লাগবে না। এটি বিনা পয়সায় করা যাবে। এমনকি যারা পুরনো প্যান কার্ড দিয়ে নতুন প্যান কার্ড নিতে চান সেখানেও তাদের কোনও টাকা দিতে হবে না।
যদি নতুন প্যান ২.০ আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করতে পারেন। আপনার একটি ইমেল আসবে। এরপর প্যান কার্ড সরাসরি আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে। প্যান পোর্টালে গিয়েও আপনি এর জন্য আবেদন করতে পারেন। সেখানে নিজের পুরনো প্যান কার্ড নম্বর দিতে হবে। দিতে হবে আধার নম্বরও। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে। এজন্য আপনাকে কোনও টাকা দিতে হবে না।
৩০ দিনের মধ্যে নতুন প্যান কার্ড ২.০ চলে আসবে। যদি তিনবারের বেশি আপনি আবেদন করেন তাহলে আপনাকে ৮ টাকা ২৬ পয়সা দিতে হবে। তার সঙ্গে জিএসটি থাকবে।
